এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২৭ এপ্রিল ২০২৪ শনিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

এন এম রফিকুল ইসলাম

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০, ১৪:৪৫

আপডেট: ২০ আগস্ট ২০২০, ১৪:৪৫

৪৭ ১০২৫

শেয়ার:

আমি পদাতিক

News

আমি  নির্ভয়ে ছুটে চলি, আমি অকুতোভয়,

আমি  সৈনিক চির নির্ভীক, 

আমি  পদব্রজে চলা পদাতিক। 

আমি  দলে যাই দৃপ্ত পদচ্ছাপে পাহাড় মরু ও বন,

আমি  শত্রু হননে পাষন্ড, নির্দয়,

          কানে বাজে দামামা, রণাঙ্গনের অনুরণন। 


আমি  কলার ভেলায় পারাবারে ভাসি,

          রণতরী যোগে কূলে ফিরে আসি।

আমি  আকাশ গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়ি 

          মুখে নিয়ে নির্ভীক হাসি,

          জীবনের চেয়েও আমি যে আমার 

          এই দেশটারেই ভালবাসি।

আমি  সশস্ত্র, বুট পায়ে হাঁটি তপ্ত মরু ধূলায়, 

          জংলী পোশাক সারাক্ষণ আমার 

          এ গায়ে মাথে হাত বুলায়।

আমি  শিরোপরে ধারণ করি 'রয়েল বেঙ্গল টাইগার'

     শত্রু হননে অদম্য প্রতীক সাহস শক্তি হিংস্রতার।

 

আমি  মাথার উপর ঝড় তুফান আর বজ্রের হঙ্কারে,

         পথ চলাতে তিল পরিমাণ পরোয়া করিনা কা'রে।

          কি শীত কিবা গ্রীষ্ম বর্ষা-বাদল,

আমি  আমার লক্ষ্যে সদা অবিচল;

আমি  জলে স্হলে আর অন্তরীক্ষে ছুটে চলি দিগ্বিদিক, 

আমি  নির্ভীক দৃঢ়চেতা সৈনিক, 

আমি  পদব্রজে চলা পদাতিক।


আমি  ক্লান্তি ভুলে আপন খেয়ালে 

          পদব্রজে চলি সদলবলে, 

আমি  হায়দরী হাঁকের হুঙ্কার তুলে 

          ছুটে চলি ট্যাংকের আগে,

          আমার বুলেটের শব্দ শ্রবনে শত্রু বাহিনী ভাগে।

আমি  প্রয়োজনে পারি চালাতে বড় কামান, 

আমি  ফাইটার নিয়েও শত্রুর আকাশ 

          করতে পারি খানখান।


          সিগন্যালের যত জটিল বার্তা আদান-প্রদানেও আমি, 

          ইঞ্জিনিয়ার্সের অবর্তমানে আমি কভু নাহি থামি। 

          যুদ্ধ দশায় রশদের গাড়ি চলে মোর পাহারায়,

          যুদ্ধাহতরাও বেঁচে থাকে আমারই 

          প্রাথমিক চিকিৎসায়।

আমি   শত সংকট আর প্রতিকূলতায় হারাইনা মনোবল, 

  শুধু   বিজয়ের নেশা মন-মননে রাখে মোরে অচঞ্চল। 


         রেইড এ্যাম্বুশ আর অনুপ্রবেশেও আমার নাইকো জুড়ি,

আমি  হায়েনার রূপে উপড়ে ফেলি শত্রুর নাড়িভুড়ি। 

         আহার নিদ্রা ক্লান্তি কখনোই 

         স্পর্শে না আমার দেহ,     

আমি  আমরণ সম্মুখে চলি থামাতে পারে না কেহ।

  মম   রক্তধারায় দিবস রজনী জাগ্রত দেশপ্রেমিক,

          হৃদয়ে বাজে বিজয়ের গান,

আমি   অকুতোভয়, আমি সৈনিক;

আমি  পদব্রজে চলা পদাতিক।


আমি  পাহাড় চূঁড়ায় আরোহণ করি মরণকে তুচ্ছ করে, 

আমি  খড়স্রোতা যত নদীনালা খাল 

          পাড়ি ধরি ডুব সাঁতারে।

আমি  গহীণ পাহাড়ি জলপ্রপাত আর পিচ্ছিল ঝর্ণা বেয়ে, 

          পিছনে না চাই, সম্মুখে যাই আত্মমনোরথে ধেয়ে।

          দেশের শত্রু জাতীর শত্রু মম চোখে জানোয়ার,

ওর   বুকের পাঁজর ঝাঁজরা করি 

          ভেঙ্গে ফেলি মেরুদণ্ডের হাড়।

স্বদেশের প্রেমে আত্ম হননে কাঁপেনা আমার বুক,

আমি স্বজন ছেড়ে নির্জন বাসে খুঁজে নিই আপন সুখ।

আমি নির্বিঘ্নে ছুটে যাই মানুষের পাশে,

           দূর্যোগ দূর্বিপাক ধেয়ে যদি আসে,

           দূর্ঘটনা বন্যা খরা সাইক্লোন জলোচ্ছ্বাসে,

           বিবেক আমারে তাড়া করে ফেরে

আমি   ছুটে যাই তাদেরই পাশে।


যবে  দূর্নীতির গ্রাসে মাতে অনায়াসে 

          অনাচার আর অবিচারে,

আমি  সৌম্য শক্তি ক্ষিপ্রতা নিয়ে ছুটি তারই সংহারে।

          হোক না যত বড় রাঘব বোয়াল, 

           বুটের লাথিতে তুলে ফেলি ছাল,

           বিষাক্ত দন্তের বিশাল চোয়াল লোমশ কোন  জানোয়ার,

আমি   হায়দরী হাঁকে মাথায় তুলে মারি জোরে এক আছাড়।

আমি  আপন দেশের গন্ডি ছাড়িয়ে ছুটে চলি পরদেশে,

     জন্মভূমির মাথা উচু করি মরণেও হেসে হেসে।


আমি  লাল সবুজের নিশান ওড়াই নির্ভীক সাহসী জাতী,

         বিশ্বের বুকে মাথা উঁচু করে জ্বালাই ন্যায়ের বাতি।

আমি  শ্রষ্টার আশিষ মাথে নিয়ে চলি যিনি অতি সুমহান,

          তারই মহিমায় ন্যায়ের পথে গাহি বিজয়ের গান।

          একই পোশাকের সহযোদ্ধা যত 

          সবাই আমরা ভাই ভাই,

মোরা  হাতে হাত ধরে কাঁধে কাঁধ রেখে 

           লক্ষ্যে এগিয়ে যাই। 


আমি  মনের শক্তি হারাই না কখনো,-

          যা বাড়ায় শক্তি দেহিক,

আমি   বীর সেনানী, চির অদম্য পদব্রজে চলা পদাতিক। 

                             ------------------



কবিতা

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com