এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ০৬ জুলাই ২০২৫ রবিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

মোহাম্মদ সোহেল রানা

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ১৪:০২

আপডেট: ১৭ আগস্ট ২০২০, ১৪:০২

৬২১

শেয়ার:

:-অপেক্ষার প্রহর:-

News

তুমি সুখী হও,এটাই ছিলো

আমার সবসময় চাওয়া,

সেই কারণেই আজও

তোমায়  হলনা আর পাওয়া।


তুমি এখন মহা সুখে 

রাজপ্রসাদে নতুন সাথীর বুকে,

তোমায় ছাড়া  নিদ্রা হারাম

আমার দু'টি চোখে। 


তোমায় মনে রেখে আমি 

করবো চিরঋণী,

বলবো না ভালোবাসি হয়তো

আর কোনোদিন।


যখন তুমি ছিলে আমার

পাশে থাকতাম হাসি খুশি,

হাসি এখন নাই আমার দু'টি চোখে

 অশ্রু জলে ভাসি দিবানিশি।


তুমিহীনা অপেক্ষাতে আছি 

অনন্তকাল অনন্য প্রহর,কোন

 কারণে বুঝিনা নিয়তির চাল

এই খেলাতে কেউ কারো নয় 

এটাই বুঝি হাল।


মনের সকল ভাবনা গুলি

আজ এলোমেলো হয়ে গেলো,

সত্য মিথ্যে বুঝিনা কিছু,

সবকিছুই বাস্তব মনে হয় ।


কবিতা

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com