এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২৫ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

কাকন সরকার সদর প্রতিনিধি শেরপুরঃ

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২১, ১৯:১৪

আপডেট: ০৪ নভেম্বর ২০২১, ১৯:১৪

৭৬৭

শেয়ার:

বাজিতখিলা ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আলীর নৌকা মার্কার নির্বাচনী পথ সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আলীর নৌকা মার্কার নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

News

গত ৩ নভেম্বর রোজ বুধবার রাত ৯ টায় শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কালিতলা বাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলার সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক।

তিনি বলেন, আসার পথে শুনলাম, স্বতন্ত্র প্রার্থী খুররম সাহেব বলছেন, উন্নয়ন তিনিও করতে পারেন, এতে দলীয় কাউকে লাগবে না। না পারলে নিজের টাকাই উন্নয়ন করে দিবেন। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান বলেন, মুখে বলা সহজ হলেও করাটা অনেক কঠিন। আপনি এপর্যন্ত ক'হাত রাস্তা পাকা করেছেন নিজের টাকা দিয়ে।

তিনি আরও বলেন, আপনারা দলীয় প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্ত করুন, আপনাদের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। মুহাম্মদ আলীর উপরে অভিভাবক আছে কিন্তু বিরোধী দলের কোনো অভিভাবক নেই। তাই ১১ নভেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে জয় নিশ্চিত করুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩ বারের নির্বাচত শেরপুর পৌর মেয়র, জনাব আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। তিনি বলেন, সারাজীবন শুনেছি বাজিতখিলার মানুষ নৌকাতে ভোট দেই না।

কিন্তু গত ৫ বছর আগে আমীর আলী সরকারকে নির্বাচিত করে, আজকে বিপুল মানুষ দেখে মনে হচ্ছে আপনারা নৌকার সহযোগী হিসেবে কাজ করবেন। নৌকা জয়যুক্ত করুন। যেকোনো প্রয়োজনে পাশে পাবেন। বাজিতখিলা ইউনিয়ন উন্নত হবে।

চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আলী বলেন, আমার অভিভাবকরা সবি বলে গেছেন, আমি শুরু সালাম দিয়ে আপনাদের সাথে সালাম বিনিময় করতে চাই। মুহাম্মদ আলী বলেন, বিগত দিন থেকেই আওয়ামী লীগ করি৷ কাউকে এখনও হয়রানি করি নাই। 

বিরোধী দলের নেতাদেরকে আগে সালাম দেওয়ার চেষ্টা করি। আজকে সরকারের টাকার বেতন নিয়ে অনেকেই সরকারী মার্কার বিপরীতে ভোট চেয়ে বেড়াচ্ছেন। 

আমি তাদেরকে বলতে চাই সরকারি টাকা খেয়ে সরকারের সাথে বেইমানি করবেন না। এছাড়া আরো অনেক কথা বলে পরিশেষে ভোট চেয়ে তার বক্তব্য শেষ করেন। 

এছাড়াও শেরপুর জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্ধ উপুস্থিত ছিলেন।

উক্ত পথ সভায় শত শত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় মার্কা নৌকা প্রেমীগণ উপস্থিত ছিলেন। পরিশেষে সভার সভাপতির বক্তব্যের মাধ্যমে উক্ত নির্বাচনী মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


নির্বাচন

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com