এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২৯ মার্চ ২০২৪ শুক্রবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

মোঃ মাসুদ আলম, রাজশাহী জেলা প্রতিনিধি :

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ১৮:১১

আপডেট: ১১ অক্টোবর ২০২১, ১৮:১১

২৩৪

শেয়ার:

গোদাগাড়ীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে অনুষ্ঠিত হল ওরিয়েন্টেশন ক্লাশ

মঙ্গলবার সকাল ১০ঃ০০ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর সমাজসেবা অধিদফতর কতৃক বাস্তবায়িত "বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন " শীর্ষক প্রকল্পের আওতায় দীর্ঘমেয়াদী ০১( এক) দিনের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়।

News

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জানে আলম এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান, মোসাঃ সুফিয়া খাতুন মিলি,মহিলা ভাইস চেয়ারম্যান, জনাব, মোঃ কামরুল ইসলাম, ওসি গোদাগাড়ী মডেল থানা। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশ নেয় গোদাগাড়ী পৌরসভা, কাঁকনহাট পৌরসভা,সহ গোদাগাড়ী উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের কামার,কুমার, নাপিত, জুতা মেরামতকারী,বাঁশ ও বেত প্রস্তুতকারী,কাসা ও পিতল এর কজে অংশ নেওয়া বিভিন্ন স্তরের লোকজন। গোদাগাড়ী পৌরসভা থেকে কামার ৩  নাপিত ১০ জুতা মেরমতকারী মোট ২০ জন। কাঁকন হাট পৌরসভা থেকে  নাপিত ৫ জন জুতা মেরামত কারী ৩ জন, বাঁশ ও বেত প্রস্তুত কারী ২৬ জন মোট ৩৪। গোদাগাড়ী ইউনিয়ন থেকে কামার ৪ জন, নাপিত ১২ জন জুতা মেরামত কারী ২ জন, বাশ ওবেত প্রস্তুত কারী ১ জন। মোট ১৯ জন।মোহনপুর ইউনিয়ন কামার ৬ জন, নাপিত ৪ জন,জুতা মেরামত কারী ৩ জন,বাঁশ ও বেত প্রস্তুত কারী ৩ জন, মোট ১৯ জন। পাকড়ী ইউনিয়ন কামার ৫ জন, নাপিত ১৮ জন, বাঁশ ও বেত প্রস্তুত কারী ১৩ জন,মোট ৩৬ জন।  রিশিকুল ইউনিয়ন কামার ৪ জন নাপিত ১১ জন,জুতা মেরামতকারী ৫ জন, বাঁশ ও বেত প্রস্তুত কারী  ৬ জন,   মোট ২৬ জন।  গোগ্রাম ইউনিয়ন কামার ৩ জন, নাপিত ১৪ জন, জুতা মেরামত কারী ১ জন, মোট ১৮ জন। মাটিকাটা ইউনিয়ন কামার ৭ জন কুমার ১১জন, নাপিত ৩৭ জন, জুতা মেরামত কারী ৪ জন বাঁশ ও বেত প্রস্তুত কারী ৮ জন, মোট ৬৭ জন।দেওপাড়া ইউনিয়ন নাপিত ১৮ জন, জুতা মেরামত কারী ৪ জন বাঁশ ও বেত মেরামত কারী ১ জন, মোট ২৩ জন। বাসুদেবপুর ইউনিয়ন কামার ৩ জন, কুমার ৬ জন, নাপিত  ১০ জন জুতা মেটামত কারী ২ জন, মোট ২১ জন। চর আষাড়িয়াদহ ইউনিয়ন নাপিত  ৫ জন, জুতা মেরামত কারী  ২ জন, মোট ৭ জন। অংশ নেয় কামার ৩৫ জন, কুমার ১৭ জন, নাপিত ১৪৪ জন, জুতা মেরামত কারী ৩৩ জন, বাঁশ ও বেত প্রস্তুত কারী ৫৮ জন। সর্বমোট ২৮৭ জন অংশগ্রহণ করে। তাদের প্রত্যেককে একটি কলম, কোর্ট ফাইল, প্যাড ও দুপুরের খাবার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রত্যেককে ৩০০৳ করে টি এ ডি এ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সকলকে ১৮০০০৳ দেওয়া হবে।

 

ক্লাশ প্রশিক্ষণ

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com