এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

মোঃ জাহাঙ্গীর আলম রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ১৫:২০

আপডেট: ২৪ মার্চ ২০২১, ১৫:২৫

৩৪৭ ৪৪

শেয়ার:

""নদীর তীরে""

লেখকঃ জাহাঙ্গীর আলম অপূর্ব

News

এই যে শিশু

ভাবছ কিছু

বসে নদীর ধারে

জলাঙ্গীর ঊর্মিতে কেন, ও পথিক ভাই

ওই তরীটি নড়ে

                   -জানিনে বাপু।


ও পথিক ভাই,

ঐ দেখ মাঝি ভাই

নিয়ে যায় তরী,

সে কি আর ফিরবে না

ঐ তার বাড়ি,

                -জানিনে বাপু।


শোন,  শোন ও পথিক ভাই, বলি তোমারে

নদীর ধারে বসে আমার

কাটে সারাবেলা,

যাকে আমি প্রশ্ন করি

সে কেন করে আমায় হেলা,

                               -জানিনে বাপু।

 

ও পথিক ভাই

ঐ দেখছ শাপলা শালুক

তুলছে কত ছেলে,

মাছ ধরে নিয়ে যায়

ঐ পাড়ার জেলে,

চেনো নাকি

              - না,না বাপু।

 

ও পথিক ভাই

ঐ দেখছ দিনের বেলায় গগনতে

চন্দ্র নেই আলো,

রাত হলো কোথা থেকে

চন্দ্র আনে আলো,

জানো নাকি

               -না,না বাপু।


ও পথিক ভাই,

ঐ দেখছ কচুরী পানা

নদীর জলে ভাসে,

কোথা থেকে এই পানা গুলো

এই নদীতে আসে,

জানো নাকি

              -না,না বাপু।


ও পথিক ভাই,

অজানাকে জানার জন্য

আমার অদম্য কৌতুহল,

শাজাহান কেন তৈরি করল

আগ্রার তাজমহল,

বলবে নাকি

  -জানিনে বাপু।


ও পথিক ভাই,

এত তোমায় প্রশ্ন করলাম

পেলাম না কেনো উত্তর,

আমায় কি তুমি ভাবছ

আমি কি তেমার শত্রু,

না,না  বাপু

তা কেন ভাববো।


আসলে আমি জানিনে কিছু

বিদায় শিশু

আধার ঘনিয়ে এলো

বিদায় পথিক ভাই

বিদায়।


কবিতা

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com